• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সেলিম

ঝিনাইদহে প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সেলিম

ছবি- (বাঁ থেকে) ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সেলিম।

জেলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলার সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান সভাপতি ও শেখ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) ঝিনাইদহ শহরের পাগলাকানাই জোড়াপুকুর সংলগ্ন জেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি (১) পদে সাংবাদিক আব্দুল হাই, সহ সভাপতি (২) পদে রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ নাসিম আনসারী, সহসাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান মিল্টন, সহ সাধারণ সম্পাদক পদে জাফর উদ্দীন রাজু, কোষাধ্যক্ষ পদে অলিয়ার রহমান, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ শফিউল আলম লুলু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কমিটিতে নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দীন আজাদ, আজিজুর রহমান সালাম, আজিবর রহমান, শাহরিয়ার রহমান রকি, মাহফুজুর রহমান, গিয়াস উদ্দীন সেতু ও রফিক আহমাদ।

নির্বাচনের আগে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের কার্যালয়ের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান। এসময় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক শেখ সেলিম।

এদিকে নবনির্বাচিত সাংবাদিক নেতাদের অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, ঝিনাইদহ সিটিজেন ফোরামের সমন্বয়ক ফজলুর রহমান খররমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

০৮ জানুয়ারি ২০২৩, ০৫:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।