• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘হেলথ কর্নার’ করার প্রতিশ্রুতি: ডিআরইউ নির্বাচনে সা. সম্পাদক পদে লড়ছেন সোহেল

‘হেলথ কর্নার’ করার প্রতিশ্রুতি: ডিআরইউ  নির্বাচনে সা. সম্পাদক পদে লড়ছেন সোহেল

ছবি- মনোনয়নপত্র জমা দিচ্ছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুল হাসান সোহেল।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আসন্ন। এবারের ডিআরইউ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। নির্বাচনে প্রার্থী হওয়ার পর তিনি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বেশকিছু বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ঢাকাস্থ সাংবাদিকরা মেতে উঠেছেন প্রচার-প্রচারণায়। কেউ হয়েছেন প্রার্থী, কেউ আবার সমর্থন দিচ্ছেন অন্যকে। 

দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল কথা বলেছেন ‘আমরাই বাংলাদেশ’-এর সঙ্গে। জানিয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্য ও লক্ষ্য।

সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মাইনুল হাসান সোহেল বলেন, ‘কোভিড-১৯ মহামারী চলাকালে আমাদের সাংবাদিক ও সংবাদকর্মী ভাই-বোনেরা আক্রান্ত হয়েছেন। কোভিডে দেশের বিভিন্ন সেক্টরের মানুষ আক্রান্ত হয়েছেন, তারা চিকিৎসা নিয়েছেন। সংবাদকর্মী ভাই-বোনেরাও চিকিৎসা নিয়েছেন। তবে সাংবাদিকদের জন্য চিকিৎসা সেবাটা আরও উন্নত ও সহজতর করার লক্ষ্য নিয়ে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে আমি ডিআরইউতে একটি বিশেষ ‘হেলথ কর্নার’ স্থাপন করব। যেখানে দেশের বরেন্য চিকিৎসকরা সপ্তাহে অন্তত একদিন হলেও সাংবাদিকদের চিকিৎসা দেবেন।’

বাংলানিউজের সাবেক এই রিপোর্টার আরও বলেন, ‘ডিআরইউ সদস্যরা মারা যাওয়ার পর তাদের পরিবারের সদস্যরা অনুদানের টাকা পেয়ে থাকেন। এতে আমাদের মৃত সদস্যদের পরিবার উপকৃত হলেও আমাদের সম্মানিত সদস্যরা প্রকৃত উপকার পাননা। আমার দ্বিতীয় লক্ষ্য, ষাটোর্ধ্ব সদস্যদের জীবদ্দশায় তাদের অনুদানের টাকা প্রদান করা। যাতে, তারা নিজেরা উপকৃত হতে পারে।’

ডিআরইউ’র প্রস্তাবিত নতুন ভবনের কাজ এগিয়ে নেয়ার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে মাইনুল হাসান সোহেল বলেন, ‘ডিআরইউ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর প্রথম সারির ১০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা আছে। চুক্তির ফলে ডিআরইউ সদস্য ও সাংবাদিকরা সেসব হাসপাতালে বিশেষ পরিসেবা পাবে। এজন্য সবধরনের উদ্যোগ নেয়া হবে।’

মাইনুল হাসান সোহেল বলেন, ‘আমরা এখন ১০টি ক্যাটাগরিতে ‘ডিআরইউ অ্যাওয়ার্ড’ দিয়ে থাকি। আমি নির্বাচিত হলে আগামী বছর থেকেই ৩০টি ক্যাটাগরিতে ‘ডিআরইউ অ্যাওয়ার্ড’ চালু করব। এ ছাড়া সাংবাদিকদের সার্বিক সুযোগ-সুবিধা ও অধিকার বাস্তবায়নে কাজ করে যাবো।

১৭ নভেম্বর ২০২২, ০৩:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।