• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেট সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে বীজ বিতরণ

সিলেট সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সিলেট ও সুনামগঞ্জে বন্যার্ত দুই হাজার পরিবারের মাঝে বীজ ও খাবার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক-সবজির বীজ বিতরণ করেন কৃষি কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বন্যাদুর্গত এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও ত্রাণ করেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় শাক-সবজির বীজ ও খাবার বিতরণ করা হয়। এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বন্যাপীড়িতদের মাঝেও সহায়তা প্রদান করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৭ জুলাই ২০২২, ১১:২৬এএম, ঢাকা-বাংলাদেশ।