• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গরমে ঘর শীতল রাখার সহজ উপায়

গরমে ঘর শীতল রাখার সহজ উপায়

প্রতিকী ছবি

ফিচার ডেস্ক

বৈশাখের ঝড়ো হাওয়া নয়, দেশে চলছে তীব্র দাবদাহ। চরম গরমে অতিষ্ঠ জনজীবন। কর্মজীবী মানুষেরা সবচেয়ে বিপাকে পড়েছেন। ঘরে কিংবা বাইরে, সবখানেই গরমের হানা। সামর্থবানরা গরম থেকে বাঁচতে ঘরে এসি লাগাচ্ছেন। কিন্তু আমাদের সবার সামর্থ তো এক নয়। কাজেই, প্রাকৃতিক উপায়ে ঘর শীতল রাখার কৌশল জানা থাকা সবচেয়ে দরকারি। চলমান তীব্র গরমে ঘর ঠাণ্ডা রাখার কিছু কৌশল সম্পর্কে বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সেসব নিবন্ধে বিশেষজ্ঞ ইনডোর আর্কিটেক্ট ও প্রকৌশলীরা বলছেন, প্রাকৃতিক উপায়ে ঘরের গরম কমানো সম্ভব। এজন্য প্রয়োজন-

মৃদু আলো: ঘরে তীব্র আলো না জ¦ালিয়ে দাবদাহ চলাকালে রাতের বেলা মৃদু আলো জ্বালান। সম্ভব হলে কম আলোর এলইডি আলো ব্যবহার করুন। এতে ঘরে তাপ কম ছড়াবে।

টেবিল ফ্যান: বাড়িতে টেবিল ফ্যান নিয়ে আসুন। তীব্র গরমের সময় প্রতিদিন দুপুরে টেবিল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে নিয়ে আসবে।

বরফ রেখে ফ্যান চালান: টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন। নয়তো একটি পানির বোতলে বরফ জমিয়ে ফ্যানের সামনে রাখুন। এটি আপনাকে এসির মতো শীতর হাওয়া দেবে।

পর্দা: ঘরের জানালায় হালকা রঙের পর্দা ব্যবহার করুন। হালকা রঙের পর্দা তাপ আটকাতে সক্ষম। আর, পর্দায় যদি একটু পানি ঢেলে দিতে পারেন, তাহলে সহজেই ঘর ঠাণ্ডা হবে।

ভেজা চাদর: মোটা চাদর পানিতে ভিজিয়ে, শুকিয়ে নিন। এরপর অল্প স্যাঁতসেতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিন ভেজা চাদর। এতে ঘর শীতল হবে।

ভেন্টিলেটর: ঘরে ভেন্টিলেটর থাকলে খুবই ভালো। তবে সেটি ভালো করে পরিষ্কার করে নিন।

জানালা দরজা খুলে রাখুন: গরমে দিনের বেলা সব সময় ভারী পর্দা টেনে রাখুন। এতে ঘর অনেক ঠাণ্ডা থাকবে। দক্ষিণ ও পশ্চিম দিকের দেয়ালে জানালা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন। একই ভাবে ঘরের দরজা খুলে রাখুন। তাহলে বাতাস চলাচল করতে পারবে।

বাথরুম ও রান্নাঘর: গরমের দিনে বাথরুম ও রান্নাঘরের এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে ভিতরের গুমোট ও ভ্যাপসা হাওয়া বেরিয়ে যাবে। ফরে আপনার ঘর থাকবে ঠাণ্ডা।

গাছ লাগান: বাড়ির চারপাশে গাছ লাগান। গাছের ছায়ায় আপনার ঘর অনেক ঠাণ্ডা থাকবে। প্রাকৃতিক উপায়ে ঘর শীতল রাখতে গাছ লাগানোর বিকল্প নেই।

ঘরে গাছ রাখুন: ঘর শীতল রাখতে ইনডোর প্লান্ট বা গাছ রাখুন। ছোট ছোট টবে এসব গাছ লাগাতে পারেন। ঘরে থাকা গাছ অক্সিজেন সরবরাহ ঠিক রাখে। এতে ঘরের গরম দূর হয়।

মাটির পাত্রে পানি রাখুন: ঘর শীতল রাখতে মাটির কলস বা অন্যান্য মাটির পাত্রে পানি রাখুন। এরপর ঘরের ফ্যান চালিয়ে দিন। এতে করে ঘর সহজেই শীতল হয়ে উঠবে। একই সাথে পান যোগ্য ঠাণ্ডা পানিও পাওয়া যাবে।

ঘরের চালে পানি ঢালুন: ঘরের চাল যদি টিনের হয়, তাহলে মোটরচালিত পাম্প দিয়ে বিকালে ঘরের চালে পানি ঢালুন। এতে দ্রুত ঘর শীতল হবে।

ছাদে বাগান করুন: দালান ঘর শীতল রাখতে ছাদে বাগান গড়ে তুলুন। ছাদ বাগানের গাছ-গাছালি ছাদ শীতল রাখে। এতে ঘরও শীতল থাকে।

 

তথ্যসূত্র: হাউজিং ও এনবিসি নিউজ।

১৬ এপ্রিল ২০২৩, ০৩:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।