• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নিতে চায় চেচনিয়ার মুসলিম নেতা!

ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নিতে চায় চেচনিয়ার মুসলিম নেতা!

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর দেশটির বড় বড় শহর এখন রুশ বাহিনীর দখলে। ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোর থেকে তুমুল লড়াই চলছে। যেকোনো সময় ইউক্রেনের হাতছাড়া হতে পারে কিয়েভে। এমন সময় রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ বলেছেন, ‘চেচেন বাহিনী ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেবে’।

সোমবার এক ভিডিওবার্তায় রমজান কাদিরভ এ ঘোষণা দেন। রয়টার্স বলছে, চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুভ্লিাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীকে সহায়তা করছে রমজানের চেচেন বাহিনী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চেচেন নেতা রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরনো। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে তা সারা বিশ্বে সমালোচনার মুখে পড়ে। কিন্তু চেচেন নেতা রমজান কাদিরভের বাহিনী রুশ বাহিনীর পাশে শামিল হয়েছে।

১৫ মার্চ ২০২২, ০৩:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।