• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশি কোম্পানির সম্পদ জব্দ করতে যাচ্ছে রাশিয়া

বিদেশি কোম্পানির সম্পদ জব্দ করতে যাচ্ছে রাশিয়া

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব হিসেবে এবার বিদেশি সকল কোম্পানির সম্পদ জব্দ করতে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১০ মার্চছ) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আখ্যায়িত করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে মস্কোকে আর্থিকভাবে শাস্তি দিয়ে পশ্চিমা সরকারগুলো তাদের নিজস্ব জনগণের সঙ্গে প্রতারণা করছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।

১১ মার্চ ২০২২, ১২:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।