• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যা হল

রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যা হল

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশদুটির পররাষ্টমন্ত্রীরা এই প্রথম মুখোমুখি আলোচনায় অংশ নিলেন। তুরস্কের আঙ্কারায় বহুল প্রতীক্ষিত বৈঠকে রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রী দিমিত্রো কুলেবা অংশ নেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, বৈঠকের দিকে বিশ্ব তাকিয়ে ছিল। কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি। কারণ বৈঠকে রাশিয়া ইউক্রেনকে আত্মসমর্পনের আহ্বান জানিয়েছে। কিন্তু ইউক্রেন তা মানতে নারাজ।

গার্ডিয়ান বলছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৈঠকে বলেন, “ইউক্রেন কখনোই রাশিয়ার কাছে মাথা নত করবে না।”

এদিকে বৈঠকে যুদ্ধ বিরতি ও মারিউপোলে মানবিক করিডোর তৈরির প্রস্তাব করেছিল ইউক্রেন। তবে সেই প্রস্তাব নাকচ করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া এ যুদ্ধ শুরু করেছে। রাশিয়াকেই এ যুদ্ধ শেষ করতে হবে। ইউক্রেন চাইলেও এ যুদ্ধ বন্ধ করতে পারবে না।

১০ মার্চ ২০২২, ০৬:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।