• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলা : বাংলাদেশি নাবিক নিহত

ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলা : বাংলাদেশি নাবিক নিহত

ছবি- (বাঁ থেকে) রকেট হামলায় ক্ষতিগ্রস্থ ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ ও নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে নোঙর করা ছিল ‘বাংলার সমৃদ্ধি’ নামের জাহাজটি। এতে থাকা ২৯ জন বাংলাদেশি নাবিক জাহাজেই আটকে পড়েন। সেই জাহাজে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক হাদিসুর রহমান নামের এক বাংলাদেশি নাবিক মারা গেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। যদিও জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। হামলায় ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই জাহাজটি অলভিয়া বন্দরে আটকে পড়ে। জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

এর আগে গত ২৬ জানুয়ারি জাহাজটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি বন্দর হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। সিরামিক ক্লে নিয়ে জাহাজটির ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।

০৩ মার্চ ২০২২, ১২:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।