• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিয়েভের পথে ইউক্রেনের আতঙ্ক রহস্যময় ‘রুশ সেনাবহর’

কিয়েভের পথে ইউক্রেনের আতঙ্ক রহস্যময় ‘রুশ সেনাবহর’

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে চলছে ৪০ মাইল ব্যাপী রুশ সেনা বহর। সেনা বহরে রয়েছে ভারী সামরিক যান, সাপোর্টিং ভেহিকেল ও অন্যান্য রসদ। দীর্ঘ এই বহর নিয়ে নতুন করে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়েছে ইউক্রেনে। ধারণা করা হচ্ছে, রুশ বাহিনীর দীর্ঘ এই বহর ভয়াবহ কোনো হামলার ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার রুশ বহরের ছবি তুলে। যা পরে প্রকাশ করা হয়। ছবিতে দেখা গেছে ‘৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর’ বেলারুশ সীমান্ত পেরিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের সড়কে রয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, শত শত ট্যাঙ্ক, কামান, সাঁজোয়া যানসহ সামরিক সরঞ্জামাদি রয়েছে বহরে। এটি রাশিয়ার উত্তরাঞ্চল থেকে ইউক্রেনের রাজধানীর দিকে যাচ্ছে।

মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই বহর ইউক্রেনের গোটা সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলতে সক্ষম। এই বহরটি সম্প্রতি বেলারুশে মহড়ার জন্য রাশিয়া থেকে অংশ নেয়। সেই বহরটিই এবার ইউক্রেনে ঢুকে পড়েছে। তবে রহস্যের শেষ এখনো জানাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বিশ্লেষকরা।

০১ মার্চ ২০২২, ০৩:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।