• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইউক্রেন ও রাশিয়ার বৈঠক

ইউক্রেন ও রাশিয়ার বৈঠক

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের মাঝেই দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হয়েছে। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠকের আয়োজন করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াকের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স বলছে, ইউক্রেন-রাশিয়ার বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। এটি ইউক্রেনের দাবি। ইউক্রেনের প্রতিনিধিদলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক রয়েছেন।

এর আগে রাশিয়া প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্ক বার্তা সংস্থা তাসকে বলেন, উভয় দেশের প্রতিনিধিরা বৈঠকস্থলে পৌছেছে। আমরা খুব শিগগির বৈঠক শুরু করতে পারব। এটা আমাদের অনেক অপেক্ষায় রেখেছে।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে শুরুর আগে আগে ইউক্রেনের প্রিসেডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছেন।

এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করার আবেদন জানাচ্ছি।

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।