• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুললো কানাডা

এবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুললো কানাডা

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন সামরিক অভিযান চালানোর পর পশ্চিমা বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো একের পর এক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এবার রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিলো কানাডা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় কানাডা। এর আগে সোমবার সকালে একই নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

বিবিসির খবরে বলা হয়েছে, কানাডার নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ বিমান সংস্থা ‘অ্যারোফ্লোট’ একটি ফ্লাইট কানাডা আকাশসীমা লঙ্ঘন করে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে টরেন্টো।

কানাডার পরিবহণমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি বলছে, অ্যারোফ্লোট-১১১ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে। বিমান সংস্থাটির এই আচরণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।