• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় হামলার জন্য প্রস্তুত ইউক্রেন

রাশিয়ায় হামলার জন্য প্রস্তুত ইউক্রেন

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আমরা রাশিয়ায় হামলার জন্য প্রস্তুত। রাশিয়া যদি হামলা করে, যদি আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন দখল করতে চায়, তা হলে আমরাই আমাদের রক্ষা করব।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনটি রাজধানী কিয়েভেও হয়েছে বিস্ফোরণ। এ ছাড়া রাশিয়া স্বল্পমাত্রার মিসাইল হামলা চালিয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলাম। কিন্তু ফল নীরবতা। তারা আমাদের সীমান্তে প্রায় দুই লাখ সেনা এবং হাজার হাজার সাঁজোয়া যুদ্ধযান মোতায়েন রেখেছে।’

এসময় তিনি ইউক্রেনের নাগরিকদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে রুশ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। জেলেনস্কি বলেন, ইউক্রেন নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে।

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।