• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কোনও আপস চলবে না : পুতিন

কোনও আপস চলবে না : পুতিন

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেন সংকটের ‘কূটনৈতিক সমাধান’ খুঁজতে মস্কো প্রস্তুত। তবে দেশের নিরাপত্তা স্বার্থ নিয়ে কোনও ধরনের আপস করা হবে না।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার বার্ষিক ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।

তিনি বলেছেন, সবসময় কূটনীতির জন্য রাশিয়া উন্মুক্ত। কিন্তু সবার আগে রাশিয়া তার জাতীয় নিরাপত্তা স্বার্থ দেখবে। ‘কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির’ মুখে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

এর আগে, মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দু’টি অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ইউরোপ ও অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমাদের দেশ সর্বদা সরাসরি ও সৎ সংলাপের জন্য উন্মুক্ত এবং সবচেয়ে জটিল সব সমস্যার কূটনৈতিক সমাধান খুঁজতে প্রস্তুত।’

পুতিন বলেন, ‘আমি আবারও বলতে চাই যে, রাশিয়ার স্বার্থ এবং জনগণের নিরাপত্তা একেবারে শর্তহীন। এ নিয়ে কোনও আপস করা হবে না।’

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।