• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইটভাটার মাটির নিচে মিলল কোটি টাকার হীরা!

ইটভাটার মাটির নিচে মিলল কোটি টাকার হীরা!

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

সুশীল শুকলা। ভাড়া নেয়া ইটভাটার জমি খুঁড়ে পেয়েছেন কোটি টাকার হীরা। ভাগ্য সুপ্রস্ন হলে হয়তো এমনই হয়। ইটভাটার মালিক থেকে সুশীল শুকলা রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জেলার পক্ষ থেকে হীরার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, ২৬ দশমিক ১১ ক্যারেটের হীরার সন্ধান পান সুশীল। পান্না জেলার ওই ব্যক্তি অগভীর খনির মধ্যে মূল্যবান হীরার সন্ধান পান। ভারতীয় বাজার দর অনুযায়ী হীরার দাম দাঁড়িয়েছে এক কোটি ২০ লাখ রুপি।

পান্না জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা রাভি প্যাটেলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, সোমবার পান্না শহরের বাসিন্দা সুশীল শুকলা এবং তার সহযোগী কৃষ্ণা কল্যাণপুর এলাকায় একটি অগভীর খনির মধ্যে হীরার সন্ধান পান। সরকারের রয়্যালিটি ও ট্যাক্সের শর্ত মোতাবেক হীরাটি নিলামে তোলা হবে।

জানা গেছে, শুকলা একজন ছোট ইট-ভাটার ব্যবসায়ী, তিনি জমিটি ভাড়া নেন। তিনি এবং তার পরিবার গত ২০ বছর ধরে এ ধরনের খনিতে কাজ করে আসছেন। শুকলা জানিয়েছেন, হীরা বিক্রি করে যে টাকা হবে তাতে তিনি একটি ব্যবসা চালু করবেন তিনি।

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।