• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরেক মহামারি আসছে : বিল গেটস

আরেক মহামারি আসছে : বিল গেটস

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে শিগগির করোনাভাইরাসের মতো আরেকটি মহামারি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি পোলিও নির্মূলে সহায়তা কার্যক্রমে অংশ নিতে পাকিস্তানে সফরকালে তিনি এ সতর্কবার্তা দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারেও একই রকম সতর্কবার্তা দিয়েছেন বিশ্বের সাবেক এই শীর্ষ ধনকুবের।

সাক্ষাৎকারে বিল গেটস বলেন, করোনাভাইরাস পরিবারের একটি ভিন্ন ভাইরাস থেকে সম্ভাব্য নতুন মহামারি উদ্ভূত হতে পারে। তবে যদি এখনই বিনিয়োগ করা হয়, তাহলে সেটি চিকিৎসা প্রযুক্তির উন্নতির সুবাদে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।

তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরে করোনাভাইরাস মহামারি চলছে এবং বিশ্বজুড়ে জনসংখ্যার বিশাল অংশের মাঝে কিছু ইমিউনিটি গড়ে উঠেছে। যার ফলে মহামারির সবচেয়ে খারাপ প্রভাব ম্লান হয়ে যেতে শুরু করেছে। এছাড়া করোনাভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের তীব্রতাও হ্রাস পেয়েছে।

এ ছাড়া মানুষ ভাইরাসপ্রতিরোধী হয়ে ওঠায় কোভিড-১৯ এর গুরুতর অসুস্থতার ঝুঁকি ‘নাটকীয়ভাবে হ্রাস’ পেয়েছে বলেও স্বীকার করেন দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।