• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা যে কোমল পানীয় কোম্পানি কিনতে চান ইলন মাস্ক

বিশ্বসেরা যে কোমল পানীয় কোম্পানি কিনতে চান ইলন মাস্ক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

টুইটার কিনে নেয়ার সপ্তাহ না যেতেই এবার বিশ্বের অন্যতম প্রভাবশালী কোমল পানীয় কোম্পানি কিনে নেয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। সম্প্রতি চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কিনেছেন এই বিশ্বের শীর্ষ এই ধনকুবের। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ও বেসরকারি স্যাটেলাইট কোম্পানি স্টারলিংকের কর্ণধার ইলন মাস্ক বলেছেন, তিনি এবার কোকা-কোলা কিনে নিতে চান।

বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, কোকেন ফিরিয়ে আনতে এবার আমি কোকা-কোলা কিনছি। এরপর তার আগের একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেন মাস্ক।

স্ক্রিনশটে লেখা রয়েছে, এখন আমি ম্যাকডোনাল্ডস কিনতে এবং আইসক্রিমের সব মেশিন ঠিক করতে যাচ্ছি। তবে নিজের এই পোস্ট ঘিরে হাস্যরসও করেছেন তিনি। লিখেছেন, শুনুন, আমি অলৌকিক কিছু করতে পারি না। ঠিক আছে।

অদ্ভূত সব বক্তব্য আর বিবৃতির জন্য ইলন মাস্কের একটি আলাদা পরিচয় রয়েছে বিশ্বজুড়ে। টুইটারে তিনি প্রায়ই হাস্যরসাত্মক পোস্ট দিয়ে থাকেন।

তাই ইলন মাস্কের কোকো-কোলা কিনে নেওয়ার পরিকল্পনার ব্যাপারে অনেকেই বলছেন, হয়তো মজা করেছেন টুইটারের নতুন মালিক।

২৮ এপ্রিল ২০২২, ০৪:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।