• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরমাণু হামলার হুমকি মস্কোর : তুরস্কে বৈঠকে ইউক্রেন-রাশিয়া

পরমাণু হামলার হুমকি মস্কোর : তুরস্কে বৈঠকে ইউক্রেন-রাশিয়া

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

টানা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে রুশ সামরিক অভিযান চলছে। যুদ্ধ শেষ হওয়ার লক্ষণ নেই। বরং ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে পশ্চিমা মিত্ররা। ফলে সহসা যুদ্ধ শেষ হবে বলেও মনে হচ্ছে না। উল্টো যেকোনো সময় রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে ফের পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো বলছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু হামলা করতে দেরি করবে না মস্কো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে এমন হুমকি দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৮ মার্চ) পিবিএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সাথে বর্তমান সংঘর্ষের কারণে নয় বরং ‘রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই’ কেবল পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেবে রাশিয়া।

পেসকভ আরও বলেন, ‘ইউক্রেনে সামরিক অভিযানের কোনো ফলাফল অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ হবে না। নিরাপত্তার বিষয়ে আমাদের একটি নীতিমালা রয়েছে। সেখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে, রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি থাকলেই কেবল আমরা (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করতে পারি এবং আমরা আসলেই দেশের অস্তিত্বের জন্য হুমকি দূর করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব।’

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে দুই দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয়র সময় মঙ্গলবার সকাল ১০টায় (জিএমপি ৭টা) এ বৈঠক শুরু হবে। দুই সপ্তাহেরও বেশি সময় পর মুখোমুখী হচ্ছে রাশিয়া ওই ইউক্রেনের প্রতিনিধিদল। এই আলোচনার আয়োজকের ভূমিকায় আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।

২৯ মার্চ ২০২২, ০৪:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।