• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

পোল্যান্ড সফর করবেন বাইডেন

পোল্যান্ড সফর করবেন বাইডেন

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে। রুশ কামানের গোলা ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্থ ইউক্রেন। এমন পরিস্থিতির মাঝেই এবার ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই তিনি এ সফর করছেন।

মার্কিন গণমাধ্যম সিএএন বলছে, আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন তিনি। তার আগে বৃহস্পতিবার তিনি ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়ে কথা বলবেন তিনি। যুদ্ধের কারণে ইউক্রেনে ছেড়ে যাওয়া প্রায় অর্ধেক মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

হোয়াইট হাউস বলেছে, বিনাপ্ররোচনায় রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে সৃষ্ট মানবিক এবং মানবাধিকার সংকট আমাদের মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে, প্রেসিডেন্ট সে বিষয়ে আলোচনা করবেন।

তবে এই সফরে তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।

২১ মার্চ ২০২২, ০৩:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।