• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রুশ সেনাদের লাশ পড়ে আছে, কেউ তুলছে না : দাবি জেলেনস্কির

রুশ সেনাদের লাশ পড়ে আছে, কেউ তুলছে না : দাবি জেলেনস্কির

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে হামলা চালিয়ে নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ বাহিনী। এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অনেক ইউনিটের ৮০ থেকে ৯০ শতাংশ ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সেনারা।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা প্রমাণ করেছে যে, তারা এমন একটি সেনাবাহিনীর চেয়েও পেশাদারিত্বের সঙ্গে লড়াইয়ের সক্ষমতা রাখে।

ভিডিওবার্তায় রুশ ভাষায় জেলেনস্কি বলেন, যে সব অঞ্চলে প্রচণ্ড লড়াই হয়েছে সেখানে অনেক রুশ সেনাদের মৃতদেহ পড়ে আছে। এসব মরদেহ কেউ তুলে নিচ্ছে না। কিন্তু সেসব জায়গায় রুশ বাহিনী তাদের নতুন ইউনিট পাঠাচ্ছে।

তবে জেলেনস্কির এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কারণ পাল্টা দাবি করেছে রুশ বাহিনী।

যদিও জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। এ ছাড়া ইউক্রেনের সেনারা রাশিয়ার ৪৪৪টি ট্যাংক, এক হাজার ৪৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন, ৩টি জাহাজ ধ্বংস করেছে বলেও দাবি করেন জেলেনস্কি।

২০ মার্চ ২০২২, ০২:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।