• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বারকোড দেখে চিনে নিন ‘কোন পণ্য কোন দেশের’

বারকোড দেখে চিনে নিন ‘কোন পণ্য কোন দেশের’

ফিচার ডেস্ক

ভেজাল পণ্যে বাজার সয়লাব। নামিদামি দোকানেও উচ্চমূল্যের ভেজাল পণ্য বিক্রি হচ্ছে দেদার। পণ্যের প্রকৃত উৎপাদনকারী প্রতিষ্ঠান ও গ্রাহক হচ্ছে ক্ষতিগ্রস্থ। পণ্যের গুণগত মান ও খাঁটি পণ্য নির্ণয়ে দারুণ এক পদ্ধতি তৈরি করেছে গ্লোবাল স্ট্যান্ডার্ড-১। যা মূলত বারকোড নামেই পরিচিত।

বারকোড কি

পণ্যের মান ও প্রকৃত উৎপাদনকারী দেশ, প্রতিষ্ঠান, মেয়াদ ও বিস্তারিত তথ্য একটি মেশিন রিডেবল নম্বর বা কোডের মাঝে যুক্ত করা হয়। স্ক্যানার মেশিনে এই বারকোডটি দেয়া মাত্রই পণ্যের সকল তথ্য চলে আসে। নকল পণ্য হলে বারকোড কাজ করে না।

কোন দেশের কোন বারকোড

পণ্যের বারকোড দেখে সহজেই আপনি চিনতে পারবেন পণ্যটির উৎপাদনকারী কোন দেশ বা প্রতিষ্ঠান। যেমন-

যুক্তরাষ্ট্র ও কানাডা- ০০০-০১৯
যুক্তরাষ্ট্র- ০২০-০২৯, ০৩০-০৩৯, ০৪০-০৪৯, ০৫০-০৫৯, ০৬০-০৯৯, ১০০-২৯৯
ফ্রান্স- ৩০০-৩৭৯
জার্মানি- ৪০০-৪৪০
তাইওয়ান- ৪৭১
জাপান- ৪৫০-৪৫৯, ৪৯০-৪৯
রাশিয়া- ৪৬০-৪৬৯
যুক্তরাজ্য- ৫০০-৫০৯
ইসরাইল- ৭২৯
চীন- ৬৮০-৬৮১, ৬৯০-৬৯৯
কানাডা- ৭৫৪-৭৫৫
মেক্সিকো- ৭৫০
ইরান- ৬২৬
কুয়েত- ৬২৭
সৌদি আরব- ৬২৮
কাতার- ৬৩০
ফিনল্যান্ড- ৬৪০-৬৪৯
নরওয়ে- ৭০০-৭০৯
গ্রীস- ৫২০-৫২১
আরব আমিরাত- ৬২৯
ইতালি- ৮০০-৮৩৯
স্পেন- ৪৪০-৪৪৯
তুরস্ক- ৮৬৮-৮৬৯
উত্তর কোরিয়া- ৮৬৭
দক্ষিণ কোরিয়া- ৮৮০- ৮৮১
ইউক্রেন- ৪৮২
হংকং- ৪৮৯
থাইল্যান্ড- ৮৮৫
সিঙ্গাপুর- ৮৮৮
ইন্ডিয়া- ৮৯০
ভিয়েতনাম- ৮৯৩
পাকিস্তান- ৮৯৬
ইন্দোনেশিয়া- ৮৯৯
অস্ট্রেলিয়া- ৯৩০-৯৩৯
নিউজিল্যান্ড- ৯৪০-৯৪৯
মালয়েশিয়া- ৯৫৫
সুইজারল্যান্ড- ৭৬০-৭৬৯
আর্জেন্টিনা- ৭৭৮-৭৭৯
ব্রাজিল- ৭৮৯-৭৯০
নেদারল্যান্ড- ৮৭০-৮৭৯
মায়ানমার- ৮৮৩
অস্ট্রিয়া- ৯০০-৯১৯
ক্রোয়েশিয়া- ৩৮৫
আজারবাইজান- ৪৭৬
উজবেকিস্তান- ৪৭৮
শ্রীলঙ্কা- ৪৭৯
ফিলিপাইন- ৪৮০
লেবানন- ৫২৮
আয়ারল্যান্ড- ৫৩৯
বেলজিয়াম ও লুক্সেমবার্গ- ৫৪০-৫৪৯
পর্তুগাল- ৫৬০
ডেনমার্ক-গ্রিনল্যান্ড: ৫৭০-৫৭৯
পোলান্ড- ৫৯০
রোমানিয়া- ৫৯৪
হাঙ্গেরি- ৫৯৯
দক্ষিণ আফ্রিকা- ৬০০-৬০১
ওমান- ৬০৭
বাহরাইন- ৬০৮
মরিসাস- ৬০৯
মরক্কো- ৬১১
সিরিয়া- ৬২১
মিশর- ৬২২
লিবিয়া- ৬২৪
জর্দান- ৬২৫

 

তথ্যসূত্র: জিএস-১

১৮ অক্টোবর ২০২৩, ০৮:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।