• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তীব্র শীতেও ফসলের মাঠে বাংলার কৃষক, সবুজে রেঙেছে বিবর্ণ ক্ষেত

তীব্র শীতেও ফসলের মাঠে বাংলার কৃষক, সবুজে রেঙেছে বিবর্ণ ক্ষেত

ছবি: শীত উপেক্ষা করে ধানের মাঠে নতুন চারা রোপনে ব্যস্ত কৃষক।

ফিচার ডেস্ক

তীব্র শীতে বিপর্যস্থ জনজীবন। ঘন কুয়াশায় ধুসর প্রকৃতি। উত্তরের হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহে মানুষ এখন ঘরমুখী। তবে প্রকৃতির বৈরিতার মাঝেও থেমে নেই কৃষকের মেহনত। কনকনে শীতের মাঝেও ফসল ফলাতে মাঠ প্রস্তুতের কাজে ব্যস্ত কৃষক। সারাদেশে এখন একই চিত্র। ভোরের কুয়াশা ঠেলে ‘বাংলার প্রাণ’ খ্যাত কৃষকরা ধান রোপনে ব্যস্ত। কৃষকের বিরামহীন মেহনতে মাঠের পর মাঠ ভরে উঠছে সবুজে সবুজে। ছবি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়ধরকান্দি থেকে ছবিটি তুলেছেন আব্দুল কাদির

০৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।