• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ট্রলের শিকার মেহজাবিন যা বললেন!

ফেসবুকে ট্রলের শিকার মেহজাবিন যা বললেন!

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

বাংলাদেশের শিল্পীদের কাজের ধরণ নিয়ে হলিউডকে চ্যালেঞ্জ জানিয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন মেহজাবিন। দেশের জনপ্রিয় এই টিভি তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রল ও মিম পোস্ট। তবে এবার নিজের নিজের অবস্থান আরও পরিষ্কার করলেন এই অভিনেত্রী।

এর আগে ৮ মার্চ আশফাক নিপুণের ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

মেহজাবীনের ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় ট্রল ও বিদ্রূপ। খোদ বিনোদন অঙ্গনেরই কেউ কেউ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তাই, পরিস্থিতি বুঝে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই টিভি তারকা। মেহজাবীন বলেন, ‘বর্তমানে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। আমি আশাবাদী, আমাদের আগামী প্রজন্ম তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে এসে দেশি বিজ্ঞাপন অনেক এগিয়েছে। এখন অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন আমাদের দেশের নির্মাতা, শিল্পীরা। বিজ্ঞাপনে যদি পারি, তা হলে আমরা সিনেমায় পারব না কেন?’

ছোটপর্দার সফল এ তারকা অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি; যারা বিষয়টিকে নিজের মতো করে লিখছেন, সমালোচনা করছেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, রাগও নেই। শুধু আমার নিজের খারাপ লাগা আছে।’

১১ মার্চ ২০২২, ০২:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।