• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নেটফ্লিক্সে মাধুরী ঝলক

নেটফ্লিক্সে মাধুরী ঝলক

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

মাধুরী দীক্ষিত। বলিউডে আশির দশকের হাসির রানি। রূপের ঝলকানি আর নৃত্যের তরঙ্গে দর্শকদের মন কেড়েছিলেন তিনি। এখন তার বয়স হয়েছে ৫৪। কিন্তু মাধুরীর অভিনয় গুণ মোটের কমেনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে তিনি নিয়ে এসেছেন ‘দ্য ফেম গেম’ সিরিজ। নেটফ্লিক্সে সিরিজটি ঢেউ তুলেছে। রোমাঞ্চকর সিরিজটির মধ্যদিয়ে ওটিটি প্ল্যাটফর্মে দাপট দেখাচ্ছেন ভুবন ভুলানো হাসির অধিকারী মাধুরী।

নিজের সিরিজ প্রসঙ্গে মাধুরী টুইটারে চমকপ্রদ খবরও দিয়েছেন। তিনি নিজের টুইটার আইডিতে জানিয়েছেন, ‘দ্য ফেম গেম’ প্রথম সপ্তাহের দর্শকসংখ্যায় নেটফ্লিক্সের বেশ কয়েকটি ভারতীয় সিরিজ ও চলচ্চিত্রকে ছাড়িয়ে গেছে। নেটফ্লিক্সের টপ টেন টিভি (ইংরেজি ব্যতিত অন্য ভাষা) চার্টে এখন ছয় নম্বরে আছে মাধুরীর সিরিজ।

নেটফ্লিক্সে ভারতের শীর্ষ সিরিজ-চলচ্চিত্র-

১. দ্য ফেম গেম (১ কোটি ১৬ লাখ ভিউ)
২. ইয়ে কালি কালি আঁখে (১ কোটি ১২ লাখ ভিউ)
৩. আরণ্যক (১ কোটি ৩ লাখ ভিউ)
৪. মিমি (৯২ লাখ ভিউ)
৫. হাসিন দিলরুবা (৭৩ লাখ ভিউ)
৬. মিন্নাল মুরালি (৫৯ লাখ ভিউ)
৭. ধামাকা (৪২ লাখ ভিউ)
৮. লুপ লাপেটা (২৪ লাখ ভিউ)

জানা গেছে, নেটফ্লিক্সে ‘দ্য ফেম গেম’ ১৬টি দেশে শীর্ষ দশে (ট্রেন্ডিং) জায়গা করে নিয়েছে। শুধু ভারতেই নয়; বাংলাদেশ, মরিশাস, শ্রীলঙ্কা, পাকিস্তানেও এক নম্বরে আছে এই সিরিজ। এছাড়া অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এবং ত্রিনিদাদ ও টোবাগোতে শীর্ষ দশে রয়েছে এটি।

১০ মার্চ ২০২২, ০৪:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।