• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কবীর সুমনের ‘ ইউক্রেনের জন্য গান’

কবীর সুমনের ‘ ইউক্রেনের জন্য গান’

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

জনপ্রিয় সংগীত শিল্পী কবীর সুমন বরাবরই মানবতার প্রশ্নে আপষহীন। জীবন ও শান্তির জন্য তিনি সবসময়ই কলম ও গিটার হাতে ছিলেন সরব। বিষয়ভিত্তিক বাংলা গানের পুরোধা কবীর সুমন এবার লিখেছেন ‘ইউক্রেনের জন্য গান’।

ভারতীয় গণমাধ্যমে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’

গানের কথাগুলো এমন- ‘কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল।
কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।

সুমন জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে তুলে ধরতে দায়িত্ব নিয়েছেন কবির সুমনের ছেলে অনির্বাণ সাধু।

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৭পিএম, ঢাকা-বাংলাদেশ।