এবার তৃণমূলে শ্রাবন্তী!
বিধানসভা নির্বাচনের আগে টালিউডের অনেক তারকা রাজনীতিতে যোগ দিয়েছিলেন। শ্রাবন্তী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোটে হেরে যান তিনি।
পরাজয়ের পর বিজেপির সঙ্গে শ্রাবন্তীর দূরত্ব বাড়তে থাকে। মাঝখানে বিজেপি-শ্রাবন্ত্রী সংযোগ তেমন চোখেও পড়েনি।
তবে এবার ঘোষণা ছাড়াই তৃণমূলের প্রচারমঞ্চে দেখা গেল শ্রাবন্তীকে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন বিজেপির সাবেক এই প্রার্থী।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে বহরমপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে অংশ নেন শ্রাবন্তী। পৌরসভার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোটের প্রচারের সভায় অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এ বিষয়ে শ্রাবন্তী বলেছেন, বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে। শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। এসময় তৃণমূল প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি।