কাঁচাবাদাম নিয়ে সেই ভুবনের নতুন গান, ফের ভাইরাল!
ছবি- সংগৃহিত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাঁচাবাদাম’ গান গেয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকর এবার নতুন গানে সাড়া ফেলেছেন। কাঁচাবাদাম গান গেয়ে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া ভুবন এখন যা করছেন, তাই-ই যেন ভাইরাল হচ্ছে।
ভারতের বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর হয়ে উঠেছেন সেলিব্রেটি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কাঁচাবাদাম গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর শ্রোতাদের খুব কাছাকাছি চলে গেছেন। এখন সবাই তাকে ‘বাদাম কাকু’ বলেই ডাকেন।
জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংগীত আয়োজনেও ভুবন এখন প্রথম চাহিদা। তাকে দিয়ে ইংরেজি, হিন্দি বা ভোজপুরি ভাষাতেই নয়, বরং হরিয়ানভি ও বাংলাতেও কাঁচাবাদাম গান গাওয়ানো হচ্ছে।
তবে ভুবনের নতুন গানের কথা হচ্ছে- ‘আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন’। এই গান এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নতুন এই গানের সঙ্গে টলিউড-বলিউডের অসংখ্য তারকা নেচেছেন। যার একাধিক ভিডিও ও ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে।