• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

যার প্রেমেতে অন্ধ হল ‘রাশমিকা’!

যার প্রেমেতে অন্ধ হল ‘রাশমিকা’!

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

‘পুষ্পা; দ্য রাইজ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে জনপ্রিয়তার তুঙ্গে দক্ষিণী উঠতি তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরই মধ্যে তিনি বলিউডেও সাড়া ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাশমিকার ফ্যান ফলোয়ার বাড়ছে হু হু করে। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকা নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

গুজব রটেছে, তিনি দক্ষিণ ভারতের তারকা বিজয় দেবারাকোন্ডার প্রেমে মজেছেন রাশমিকা মান্দানা। রুপালি পর্দার জনপ্রিয় দুই তারকার প্রকাশ্য সম্পর্ক ‘বন্ধুত্ব’। তবে তলে তলে কি চলছে তা নিয়ে ধুম্রজালের শেষ নেই।

নেটিজেনরা মনে করছেন, ভালো করেই প্রেম করছেন রাশমিকা-বিজয় জুটি। তবে এটি শুধুই জল্পনা নাকি বাস্তব তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এই দুই তারকার বিয়ে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। টুইটারেও চলছে তাদের সম্পর্ক নিয়ে নানা গল্প। কারণ, সম্প্রতি এই দুই তারকাকে একসঙ্গে মুম্বাইয়ে দেখা গেছে। যা ক্যামেরায় ধরা পড়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর ধারণা, এ বছরের শেষে দিকে সাত পাকে বাঁধা পড়তে পারেন রাশমিকা ও বিজয়। যদিও তারা নিজেদের সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেনি।

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।