শুভশ্রীর ভ্যালেন্টাইন্স ডে কেন একুশে ফেব্রুয়ারি!
ফাইল ছবি
বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে প্রেমিক যুগল নানা আয়োজনে এই দিনটিই উদযাপন করে আসছেন। কিন্তু ব্যতিক্রম টালিগঞ্জের তারকা অভিনেত্রী শুভশ্রী। তার ভ্যালেন্টাইন্স ডে নাকি ২১ ফেব্রুয়ারি!
সম্প্রতি ইনস্টাগ্রামে এমন কথা জানিয়ে একটি পোস্ট করেছেন নায়িকা নিজেই। এর পর থেকেই আলোচনার শুরু।
ইনস্টাগ্রাম পোস্টে শুভশ্রী লিখেছেন, ২১ ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটি আমার কাছে স্পেশাল। কারণ, এই দিনটি আমার মনের মানুষের জন্মদিন। তাই, এটিই আমার ভ্যালেন্টাইন্স ডে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক। পোস্টের শেষে ভালবাসার ইমোজিও দিয়েছেন এ নায়িকা।
প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন পরিচালক রাজ। একই বছরের ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ যুগল।