সালমানকে বিয়ে করতে পাকিস্তানী নায়িকার কাণ্ড!
বলিউড সুপারস্টার সালমান খান এখনো বিয়ে করেননি। তবে তার বান্ধবীর সংখ্যা নিতান্ত কম নয়। মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে হালের জ্যাকুলিন ফার্নান্দেজ, কে নেই সাল্লুর বান্ধবীর তালিকায়।
তবে সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম ছিল গভীর ও প্রকাশ্য। এর পরও একটি বিষয়ে ঐশ্বরিয়াকে পেছনে ফেলেছেন পাকিস্তানী এক নায়িকা। তিনি সালমান খানকে পাওয়ার জন্য করেছেন এক অভিনব কাণ্ড।
‘সোমি আলী’ নামের ওই পাকিস্তানী নায়িকা সালমানকে বিয়ে করতে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন। করাচিতে জন্ম নেয়া সোমি আলীর পরিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। সেখান থেকেই স্বদেশে না থেকে সোজা ভারতে চলে আসেন এ অভিনেত্রী।
কারণ হিসেবে তিনি সালমান খানকে ভালোবাসার কথা জানিয়েছিলেন। সালমানকে পেতে তিনি ভারতে ১৬ বছর বয়সে ভারতে আসেন। টানা আট বছর সালমানের সঙ্গে তিনি প্রেম করেন। পরে বিয়ে করতে না পেরে খালি হাতেই পাকিস্তানে ফিরে যান সোমি আলী।