• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে বাপ্পী লাহিড়ী

না ফেরার দেশে বাপ্পী লাহিড়ী

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী আর নেই। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। ১৯৭০-৮০ দশকে বেশ কিছু গান দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন বাপ্পী লাহিড়ী।

গত প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার বাড়ি ফিরেছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিনই (মঙ্গলবার) তার শারীরিক অবস্থা খারাপ হয়। পরে তাকে আবারও হাসপাতালে নেয়া হয়।

নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রখ্যাত এই সংগীত শিল্পী। চিকিৎসক ড. দীপক নামজোসি জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়ার কারণে মারা গেছেন বাপ্পী লাহিড়ী।

 

এবি/এসএন

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।