• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ময়ূরসিংহাসন : নিভৃত পল্লীর অগ্নিশিখায় প্রজ্বলিত দেশপ্রেম

ময়ূরসিংহাসন : নিভৃত পল্লীর অগ্নিশিখায় প্রজ্বলিত দেশপ্রেম

জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ ময়ূরসিংহাসন নাটকের একটি দৃশ্য

রুহুল আমিন

এই দেশের গ্রামে-গঞ্জে, নিভৃত পল্লীর মানুষের মাঝেও প্রজ্বলিত আছে দেশ প্রেমের অগ্নিশিখা। সেই বার্তা নিয়েই আরণ্যক মঞ্চস্থ করেছে তাদের জনপ্রিয় নাটক ময়ূরসিংহাসন।

বুধবার সন্ধ্যা সাতটাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চস্থ হয়। মান্নান হীরা'র রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল।

নাটকটি রচিত হয়েছে বিংশ শতাব্দির ষাটের দশককে কেন্দ্র করে। সে সময়ের সামরিক শাসকরা সমাজে ছড়িয়ে দেয় সাম্প্রদায়িক বিষবাষ্প ও সে আগুনে জ্বলতে থাকে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি। এর থেকে রেহাই পায়নি পল্লীগ্রামের নাট্যকর্মীরাও। এরপরেও পাদপ্রদীপের নিচ থেকেই তারা উচ্চারণ করেছে দেশ প্রেমের কথা। অথচ সে আলো জ্বালা মানুষগুলোর ব্যক্তিগত জীবন ছিলো নানা ট্রাজেডিতে ভরপুর। সেই সব মানুষদের কথায় স্মরণ করিয়ে দেয় এই নাটক।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামুনির রশীদ, সাঈদ সুমন, মান্নান হীরা, আরিফ হোসেন আপেল, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, আমানুল হক হেলাল, অয়ন ঘোষ, সাজ্জাদ সাজু, আমিনুল হক, ফিরোজ মামুন, রুবলি চৌধুরী, কামরুল হাসান, পরিমল।

মঞ্চের পিছনে কলাকুশলী হিসেবে কাজ করেছেন- ফয়েজ জহির, ঠান্ডু রায়হান, তারিক মাহবুব রুশো, নুরুল হক, মোহাম্মদ আলী বাবুল, সুয়েজ শ্যাম, শাহজাহান কবীর বাবু, সারোয়ার জাহান উপল, জাহানারা নুরী, দিলু মজুমদার প্রমুখ।

এবি/আরএ

১৯ জানুয়ারি ২০২২, ১১:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।