• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পৃথিবীর প্রথম সিনেমা (ভিডিও)

পৃথিবীর প্রথম সিনেমা (ভিডিও)

ছবি- সংগৃহিত

ফিচার ডেস্ক

প্রযুক্তির কল্যাণে পাল্টে গেছে সময়। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সিনেমা তৈরি কলাকৌশলও। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর প্রথম চলচ্চিত্র কেমন ছিল? পৃথিবীর প্রথম সিনেমাটির দৈর্ঘ্য ছিল মাত্র ২ সেকেন্ড।

ঐতিহাসিক বর্ণনায় পাওয়া গেছে, বিশ্বে প্রথম তৈরি সিনেমার নাম `Roundhay Garden Scene'। সিনেমাটি ১৮৮৮ সালে লুইস লে প্রিন্স নামের বিখ্যাত পরিচালক তৈরি করেন। Le Prince single-lens camera ব্যবহার করে ২৪ ফ্রেম ও ২ সেকেন্ডেরও কম দৈর্ঘ্যের সিনমাটি তৈরি করেন লুইস লে প্রিন্স।

গ্রেট ব্রিটেনের ইয়র্কশায়ার রানধে শহরের ওকাউড খামারবাড়ি রোড এ মিসেস সারাহ উইথলির (লে প্রিন্স এর শাশুড়ি) বড়ির সামনে থেকে শুটিং হয়। এরপর তার তৈরিকৃত যন্ত্র দিয়ে আরেকটা চলমান ছবি Traffic Crossing Leeds Bridge তৈরি করেন পরিচালক লুইস লে প্রিন্স।

পরে ১৮৯৪ সালে থমাস এডিসন 'Kinetoscope' নামের একটি যন্ত্র তৈরি করেন। ওই যন্ত্র দিয়ে চলমান ছবি দেখানো হত। এরপর ১৮৯৫ (কারো কারো মতে ১৮৯৬) সালে Auguste and Louis Lumiere নামের সিনেমা তৈরি করেন।

 

০৫ জুন ২০২২, ০১:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।