• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিথিলার সিনেমা দেখানো হবে যুক্তরাষ্ট্রে

মিথিলার সিনেমা দেখানো হবে যুক্তরাষ্ট্রে

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার একটি সিনেমা যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হতে যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি কলকাতার পর্দায় বেশ আলোড়ন সৃষ্টিকারী মিথিলা এরইমধ্যে কলকাতার ‘মায়া’, ‘আ রিভার ইন হ্যাভেন’, ‘আয় খুকু আয়’, ‘নীতিশাস্ত্র’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। এসব সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

কলকাতায় মিথিলা প্রথম কাজ করেন সেখানকার গুণী নির্মাতা রাজর্ষি দে’র সিনেমা ‘মায়া’য়। আর এই সিনেমার একটি বিশেষ প্রদর্শনী হবে যুক্তরাষ্ট্রে।

আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘বঙ্গ সম্মেলন’। আর সেই সম্মেলনে মিথিলার কলকাতার প্রথম সিনেমা ‘মায়া’ প্রদর্শিত হবে। উৎসবে মিথিলা নিজেও উপস্থিত থাকবেন।

‘মায়া’ নির্মিত হচ্ছে শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’ অবলম্বনে। সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করছেন টালিউডের গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রাহুল, কমলেশ্বর প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলা অভিনীত সিনেমা ‘অমানুষ’ ও ‘জ্বলে জ্বলে তারা’।

২৪ মে ২০২২, ০১:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।