তাহসানের 'যত ভুল' প্রকাশ্যে
তাহসান রহমান খান। দেশের মানুষের কাছে মায়াবী কণ্ঠের গায়ক হিসেবেই পরিচিত। জনপ্রিয় অ্যালবাম আর গান উপহার দিয়ে শ্রোতা-দর্শকের হৃদয় জয় করেছেন তাহসান। গানের পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ে জোর দিলেও গান থেকে তিনি ছিটকে পড়েননি। বরং এবার নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। ‘যত ভুল’ শিরোনামের গানটি এরই মধ্যে প্রকাশ করা হয়েছে।
শনিবার (২১ মে) প্রকাশ পেয়েছে তাহসানের নতুন গান ‘যত ভুল’। তাহসান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে গানটির লিংক শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গান... বেঁচে থাকুক কিছু গান।’
গানটি ব্যবহৃত হয়েছে মূলত প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ ভার্সেস ক্রাস ২’ শিরোনামের নাটকে। যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পিরান খান।