• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

‘দাদাগিরি’ গ্র্যান্ড ফিনালে সৌরভ গাঙ্গুলির চমক!

‘দাদাগিরি’ গ্র্যান্ড ফিনালে সৌরভ গাঙ্গুলির চমক!

বিনোদন ডেস্ক

‘দাদাগিরি সিজন নাইন’ শেষ হতে যাচ্ছে। এই বার্তাটি বেশ কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। খবরটি জানিয়েছিলেন খোদ সৌরভ গাঙ্গুলি। অবশেষে সেই দিন চলেও এল। দাদাগিরির গ্র্যান্ড ফিনালের শুট গত শুক্রবার (২০ মে) শেষ হয়েছে। ভারতের বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারে শুটিং হয়।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম বলছে, দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালে রয়েছে বেশ কিছু চমক। যা এখনই প্রকাশ করতে চায় না দাদাগিরি’র আয়োজকরা। তবে সব কিছু কি আর ঢেকে রাখা যায়, যায় না।

এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রী ডোনার একটি নাচ। অনস্ক্রিনে তারা দুজন একসঙ্গে নেচেছেন। ‘দাদাগিরি সিজন নাইন’-এর গ্র্যান্ড ফিনালে এই নাচ দেখা যাবে।

আনন্দবাজার বলছে, ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সঙ্গে বরাবরই যুক্ত সৌরভ। এমনকি ডোনা ও সানার নানা অনুষ্ঠানেও দর্শকাসনে দেখা যায় সৌরভকে। কিন্তু মঞ্চে ডোনার সঙ্গে কখনোই নাচ করেননি সৌরভ।

এই প্রথম স্ত্রী ডোনার সঙ্গে নাচলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্ণধার। ভিডিওতে দেখা গেছে, একেবারে ক্যাজুয়ালি বলিউডের গানে বল ডান্স করছেন সৌরভ ও ডোনা। আগামী ৫ জুন দাদাগিরির গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে।

২২ মে ২০২২, ০১:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।