• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

পর্দা উঠলো কান উৎসবের, উদ্বোধনী ভাষণ দিলেন জেলেনস্কি

পর্দা উঠলো কান উৎসবের, উদ্বোধনী ভাষণ দিলেন জেলেনস্কি

ছবি- সংগৃহিত

বিনোদন ডেস্ক

ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। ৭৫তম এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এ উৎসবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় এবারের আসরের পর্দা উঠেছে। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসেছে জমকালো এ আয়োজন।

মঞ্চে বড়পর্দায় ভিডিওতে জেলেনস্কি হাজির হলে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। ইউক্রেনের সাবেক এ অভিনেতা নিজের ভাষণে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সবার সমর্থনের আবেদন জানিয়েছেন।

এ ছাড়া চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরতে ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ তুলে ধরেন জেলেনস্কি। ভাষণে জেলেনস্কি বলেন, ‘গণকবরে ভরে গেছে ইউক্রেন। আমার দেশে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের সাজানো রঙিন দেশ ক্ষত-বিক্ষত-রক্তাক্ত অথচ বিশ্ব সিনেমা নিশ্চুপ। এ রকম তো হওয়ার কথা ছিল না।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব সিনেমা কি এভাবেই নিশ্চুপ থাকবে, তারা কি ইউক্রেনের পাশে দাঁড়াবে না, বলবে না বন্ধ হোক যুদ্ধ।’

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ভাষণে জেলেনেস্কি চার্লি চ্যাপলিনের উদাহরণ টেনে বলেন, ‘যিনি (চার্লি চ্যাপলিন) ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে হিটলারের আগ্রাসী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। নিজে হিটলার সেজে অভিনয় করেন দ্য গ্রেট ডিক্টেটর সিনেমায়। চ্যাপলিন যখন হিটলার সাজেন, তখন বিশ্বকে যুদ্ধ থামানোর কথা বলেন, চ্যাপলিন যখন হিটলার রূপে তখন হত্যার বিরুদ্ধে কথা বলেন। সেদিন সিনেমা হয়ে ওঠে প্রতিবাদের তীব্র রূপ।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুরুতে ছিলেন রুপালি পর্দার কমেডি নায়ক। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশগ্রহণ করেন তিনি।

১৮ মে ২০২২, ০৫:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।