‘ডিম আগে না মুরগি আগে’, সঠিক উত্তর দিলেন সৌরভ!
ফাইল ছবি
বহুল প্রচলিত একটি প্রশ্ন ‘ডিম আগে না মুরগি আগে’। এই প্রশ্নের উত্তর দেয়া বেশ কঠিন। উত্তর যেটাই হোক না কেন, তার পক্ষে বিপক্ষে রয়েছে শক্ত যুক্তি। তবে এবার এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র উপস্থাপক সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি ‘দাদাগিরি’র একটি পুরোনো এপিসোড ভাইরাল হয়েছে। বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী ওই এপিসোডে অংশ নেন। আর বিশ্বনাথকেই সৌরভ প্রশ্ন করেন, ‘ডিম আগে না মুরগি’? তবে জবাব দিতে ব্যর্থ হন বিশ্বনাথ।
পরে সৌরভ ওই প্রশ্নের উত্তরে বলেন, সঠিক উত্তর ‘ডিম’। কারণ, প্রশ্নে কোথাও বলা হয়নি মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। আর আমাদের ইতিহাস বলে, প্রথমে ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। আর সেটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। তাই উত্তর ‘ডিম’ই হবে।
প্রসঙ্গত, ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তারা বলছেন মুরগির ডিমের খোলায় এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনটির নাম ওভোক্লিডিন। এটি ছাড়া ডিমের খোলা তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধুমাত্র মুরগির জরায়ুতেই তৈরি হয়। এখন মুরগি যদি আগে না আসত, তাহলে এই বিশেষ প্রোটিনটিও তৈরি হত না। ফলে ডিমও আসত না।