• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হিজাব নিয়ে মুখ খুললেন মিস ইউনিভার্স জয়ী ভারতীয় সুন্দরী

হিজাব নিয়ে মুখ খুললেন মিস ইউনিভার্স জয়ী ভারতীয় সুন্দরী

ছবি- সংগৃহিত

বিনোদন ডেস্ক

হিজাব নিয়ে গত কয়েকমাস ধরে টালমাটাল ভারত। দেশটির বিভিন্ন অঞ্চলে হিজাবের পক্ষে বিপক্ষে আন্দোলনও হয়েছে। সেলিব্রেটি থেকে সাধারণ ভারতীয়, হিজাব নিয়ে সবাই সরব। এবার হিজাব নিয়ে মন্তব্য করলেন মিস ইউনিভার্স খেতাব জয়ী ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু।

সম্প্রতি ভারতে এক সংবাদ সম্মেলনে হারনাজকে হিজাব নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে হারনাজ বলেন, ‘রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

কিন্তু নাছোড়বান্দা সাংবাদিক আবারও তাকে হিজাব নিয়েই প্রশ্ন করেন। দ্বিতীয়বার প্রশ্নের জবাবে হারনাজ কৌর সান্ধু বলেন, ‘দেখুন সব সময় মেয়েদেরই নিশানা বানানো হয়। যেমন আমাকে এখন নিশানা বানানো হয়েছে।’

মিস ইউনিভার্স হারনাজ কৌর আরও বলেন, ‘আপনারা মেয়েদের তাদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। দরকারে নিজেদের ডানা কাটুন। মেয়েদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে।’

বিশ্বসেরা সুন্দরী হারনাজ বলেন, ‘কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছা। সবার উচিত অন্যের পোশাক ও পছন্দকে শ্রদ্ধা জানানো।’

৩১ মার্চ ২০২২, ০৩:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।