• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জেলেনস্কির ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ নেটফ্লিক্সে

জেলেনস্কির ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ নেটফ্লিক্সে

ছবি- সংগৃহিত

বিনোদন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছিলেন কৌতুক অভিনেতা। কিন্তু এখন যেন তিনি সত্যিকারের নায়ক। রুশ সেনা অভিযানের পর জেলেনস্কির জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সেই বাতাসে আরও ফুঁ দিল এবার ‘নেটফ্লিক্স’।

জেলেনস্কিকে নিয়ে দর্শক আগ্রহের কথা বিবেচনা করে এবার জেলেনস্কি অভিনীত হিট পলিটিক্যাল স্যাটায়ার ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ উন্মুক্ত করলো নেটফ্লিক্স।

সম্প্রতি অফিসিয়াল টুইটবার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

জেলেনস্কি অভিনীত এই সিরিজে ইউক্রেনীয় এক স্কুলের ইতিহাসের শিক্ষকের বোকামির গল্প তুলে ধরা হয়েছে। আর সেই শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলা এই সিরিজের ৩টি সিজন।

১৯ মার্চ ২০২২, ০৬:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।