• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘মরণের পরে’ নাটকের গানে সালমার বাজিমাত!

‘মরণের পরে’ নাটকের গানে সালমার বাজিমাত!

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

এবার নাটকের জন্য গান গেয়ে মাত করেছেন কণ্ঠশিল্পী সালমা। ‘মরণের পরে’ নাটকের টাইটেল গানটিই তিনি নিজ গলায় তুলে নিয়েছেন। গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেও দাবি করেছেন শিল্পী। ‘মরণের পরে’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘মরণের পরে’ নাটকের টাইটেল হিসেবে তৈরি হয়েছে গানটি। সম্প্রতি ঢাকার একটি বস্তিতে নাটকটির শুটিং হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

গানের প্রসঙ্গে সালমা বলেন, ‘আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়ত সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়ত আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। পুরো বিষয়টি অনুভব করে দরদ দিয়ে গেয়েছি।’

১৫ মার্চ ২০২২, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।