• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ফকির আলমগীর

ফকির আলমগীর

ফিচার ডেস্ক

ফকির আলমগীর মূলত একজন লোকজ সঙ্গীত শিল্পী। গণসঙ্গীত ও দেশীয় পপ সঙ্গীতেও তার ব্যাপক অবদান রয়েছে। গানের পাশাপাশি লেখালেখিও করতেন। তিনি মোট ১৩টি বই রচনা করেছেন। এক হাজারের বেশি গান করেছেন এই গুণী শিল্পী এবং ৩০টি অ্যালবাম করেছেন। সঙ্গীতে অবদানের জন্য বিভিন্ন সময় পুরষ্কার পেলেও ‘‘স্বাধীনতা পুরস্কার’’ না পাওয়ার আক্ষেপ ছিল তাঁর মনে।

১৯৫০, ২১ ফেব্রুয়ারি: ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন ফকির আলমগীর ।

১৯৬৬: মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন। ১৬ বছর বয়সে জগন্নাথ কলেজে পড়ার সময়ই রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হন ফকির আলমগীর। আর সেখান থেকেই শুরু গণসঙ্গীতের চর্চা।

১৯৭১: মুক্তিযুদ্ধে একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন তিনি।

১৯৮০: আশির দশকে দেবু চৌধুরীর প্রযোজনায় বৈশাখী প্রোডাকশন থেকে 'আউল বাউল ফকির' শিরোনামে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।

১৯৮০: ডন মিউজিক থেকে সখিনার সিরিজ প্রকাশিত হয়। এর মধ্যে তিনটি সখিনা ও চারটি পার্বতীপুর স্টেশনে। যা তুমুল জনপ্রিয়তা পায়।

১৯৮৪: তার লেখা প্রথম বই চেনা চায়না প্রকাশিত হয়।

১৯৯৮: সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ জসীম ফাউন্ডেশন স্বর্ণপদক লাভ করেন।

১৯৯৯: একুশে পদক পান ফকির আলমগীর।

২০১৩: তিনি ৩টি বই প্রকাশ করেন - অমর কথা, যারা আছে হৃদয় পটে এবং স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ।

২০১৫: পশ্চিমবঙ্গ সরকার থেকে সঙ্গীতে মহাসম্মান পদক দেয়া হয়।

২০২১, ১৪ জুলাই: তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পরে। শ্বাসকষ্ট বাড়তে থাকলে পরদিন ফকির আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০২১, ২৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর।

 

তথ্য: উইকিপিডিয়া

 

এবি/এসজে

২৭ জুলাই ২০২১, ০৭:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।