• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন

ফিচার ডেস্ক

বাংলাদেশের গানের জগতে অত্যন্ত পরিচিত নাম সাবিনা ইয়াসমিন। এখন পর্যন্ত প্রায় ১৬ হাজারের মত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক, উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন।

১৯৫৪, ৪ সেপ্টেম্বর: জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। পিতা লুতফর রহমানের চাকরির সূত্রে নারায়ণগঞ্জেই তিনি বেড়ে ওঠেন।

১৯৬২: নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন।

১৯৬৭: আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ।

১৯৭২: অবুঝ মন চলচ্চিত্রের "শুধু গান গেয়ে পরিচয়" গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৭৬: "সব সখীরে পাড় করিতে" গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাবিনা ইয়াসমিন। এরপর টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

১৯৭২: অবুঝ মন চলচ্চিত্রের "শুধু গান গেয়ে পরিচয়" গান দিয়ে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। একই "অশ্রু দিয়ে লেখা" গানটি জনপ্রিয়তা লাভ করে।

১৯৭৫: সুজন সখী চলচ্চিত্রে আব্দুল আলীমের সাথে "সব সখীরে পাড় করিতে" দ্বৈত গানে কণ্ঠ দেন।

১৯৮৪: শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক করে। বাংলাদেশ সরকার

১৯৮৫ : গানের জন্য ভারত থেকে 'ডক্টরেট" লাভ করেছেন।

২০১০: চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৭: সালে দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান উৎসবের আজীবন সম্মাননা পান এই সঙ্গীতশিল্পী।

 

তথ্য: উইকিপিডিয়া

 

এবি/এসজে

২৭ জুলাই ২০২১, ০৪:২৬পিএম, ঢাকা-বাংলাদেশ।