• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ইবনে সিনা

ইবনে সিনা

ফিচার ডেস্ক

আবু ʿআলী আল-হোসাইন বিন ʿআব্দিল্লাহ ইবনুল হাসান বিন ʿআলী ইবনে সীনা যিনি ইবনে সিনা নামেও পরিচিত। মুসলিম বহুবিদ্যাবিশারদ যাঁকে ইসলামি স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয়। তাঁর সর্বাধিক বিখ্যাত রচনাগুলি হল কিতাবুশ শিফা, একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ, এবং কানুন ফিত তিব, একটি চিকিৎসাবৈজ্ঞানিক বিশ্বকোষ যা বহু মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রামাণিক মেডিকেল পাঠ্যবই হয়ে ওঠে এবং ১৬৫০ সাল পর্যন্ত এর ব্যবহার হতে থাকে।

দর্শন এবং চিকিৎসাশাস্ত্র ছাড়াও ইবনে সিনার রচনাসংকলনে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল এবং ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামি ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও অন্তর্ভুক্ত রয়েছে।

৯৮০: ডিসেম্বর মাসে ইবনে সিনা বুখারার অন্তর্গত খার্মাতায়েন জেলার আফসানা নামক স্থানে জন্মগ্রহণ করেন।

৯৯৬: ১৬ বছর বয়স থেকে ডাক্তারির নেশা জাগে তাঁর। পড়তে শুরু করেন আর আবিস্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায়।

৯৯৮: ১৮ বছর বয়সেই পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি!

৯৯৭: আমির নূহ ব্যক্তিগত ডাক্তার পদে নিয়োগ দেন ইবনে সিনাকে, কারণ তিনি নূহের মরণ রোগের চিকিৎসা করেছিলেন এবং তিনি সেরে উঠেছিলেন।

১০২৫ সালে তাঁর পাঁচ খণ্ডের আল কানুন আল ফিত-তিবকে লেখা শেষ হয়। যাকে বলা হয় মেডিক্যাল শাস্ত্রের বাইবেল।

১০৩৭: হামাদানের যুদ্ধশিবিরে অবস্থানকালে ইবনে সিনা মৃত্যুবরণ করেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া

এবি/এসজে

২১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।