• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ভেলেনটিনা তেরেশকোভা

ভেলেনটিনা তেরেশকোভা

ফিচার ডেস্ক

ভেলেনটিনা ভ্লাদিমিরোভনা তেরেশকোভা হলেন রাশিয়ান রাজ্য ডুমা, প্রকৌশলী, এবং একজন প্রাক্তন মহাকাশচারী সদস্য। তিনি প্রথম এবং কনিষ্ঠ মহাশূন্যে থেকে ঘুরে আসা মহিলা। তিনি পৃথিবীকে প্রায় ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন। প্রায় তিন দিন মহাশূন্যে কাটিয়েছিলেন। এবং তিনি মহাশূন্য যাত্রায় থাকা একমাত্র মহিলা। তেরেশকোভা "সোভিয়েত ইউনিয়নের বীর" এবং দুইবার অর্ডার অব লেনিন পুরস্কারে ভূষিত হন।

১৯৩৭, ৬ মার্চ: ভালেন্তিনা তেরেশকোভা মধ্য রাশিয়ার ইয়ারোস্লাভ ওব্লাস্তের অধীনে তুতায়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন

১৯৬১: শৌখিন প্যারাসুট আরোহী হিসেবে অংশ নেয়ায় তাকে মহাশূন্য প্রকল্পে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছিল।

১৯৬৩, ১৬ জুন: একক যাত্রায় ভোস্টক ৬ নিয়েছিলেন। তিনি পৃথিবীকে প্রায় ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন। প্রায় তিন দিন মহাশূন্যে কাটিয়েছিলেন।

১৯৬৩, ৩ নভেম্বর: আন্দ্রিয়ান জি. নিকোলায়েভ নামের একজন নভোচারীকে বিয়ে করেন।

১৯৬৬ - ১৯৯১: এসময় পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েতের সক্রিয় সদস্য ছিলেন।

১৯৬৮: সোভিয়েত নারী সমিতির পরিচালক নিযুক্ত হন।

১৯৭৪ - ১৯৯১: পর্যন্ত সুপ্রিম সোভিয়েত প্রেসিডিয়ামের সদস্যরূপে দায়িত্ব পালন করেন।

১৯৬৯: তেরেসকোভা মহাকাশচারী প্রশিক্ষক হিসাবে মহাকাশ প্রোগ্রামে থেকে যান। পরে তিনি ঝুকভস্কি এয়ার ফোর্স ইঞ্জিনিয়ারিং একাডেমি থেকে স্নাতক হন এবং মহাকাশে যাত্রার জন্য তিনি যোগ্যতা অর্জন করেন। তবে এরপর তিনি আর কখনো মহাকাশে যাননি।

১৯৯৭: তিনি মেজর জেনারেল পদমর্যাদা অর্জন করে বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

১৯৪৮ - ১৯৮৯: সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দপ্তর নিয়ে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির বিশিষ্ট সদস্য ছিলেন।

১৯৯৫ ও ২০০৩: দুবার জাতীয় রাজ্য ডুমার কাছে নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

২০০৮: তিনি ইয়ারোস্লাভ প্রদেশের সংসদের ইউনাইটেড রাশিয়া দলের সদস্যরূপে সহ-সভাপতি নিযুক্ত হন। একই বছর তার আঞ্চলিক সংসদ, ইয়ারোস্লাভল ও ব্লাস্ট ডুমার হয়ে নির্বাচিত হয়েছিলেন তেরেসকোভা।

২০১১: তিনি সংযুক্ত রাশিয়া দলের সদস্য হিসাবে জাতীয় রাজ্য ডুমায় নির্বাচিত হয়েছিলেন।

২০১৬: তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া

এবি/এসজে

২১ সেপ্টেম্বর ২০২১, ০৪:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।