• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ইবনে বতুতা

ইবনে বতুতা

ফিচার ডেস্ক

ইবনে বতুতা নামে তিনি বিশ্বব্যাপী পরিচিত হলেও তাঁর মূল নাম শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ। তিনি একাধারে একজন পর্যটক, বিচারক, চিন্তাবিদ, সুন্নি ইসলামের মালেকী মাযহাবের অনুসারী একজন ধর্মতাত্ত্বিক। ইবনে বতুতা প্রায় ৪৪টি দেশ ভ্রমণ করেন। বিশেষ করে তিনি সেই সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন। সেই সময় সাধারণত মরোক্কো থেকে হজ্জ করে ফিরতে হাজিদের ১৫ থেকে ১৬ মাস সময় লাগত কিন্তু এই মহান পরিব্রাজক অর্ধেক পৃথিবী ঘুরে, তিনবার হজ্জ করে তার জন্মভূমিতে ফিরেছিলেন চব্বিশ বছর পর।

১৩০৪, ২৪ ফেব্রুয়ারি: তিনি মরোক্কোর তাঞ্জিয়ারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৩২৫: তার বয়স যখন ২১ বছর তখন তিনি হজ্জ পালনের লক্ষ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

১৩২৫ নভেম্বর: উপকূলীয় পথে সাফাক্স হয়ে কাবিস শহরে পৌঁছান। এই কাবিস শহরে তিনি তিউনিসের এক উকিলের মেয়েকে চুক্তিতে বিয়ে করেন।

১৩২৬, ৫ই এপ্রিল: ইবন বতুতা তৎকালীন বাহরি মামলুক সালতানাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আলেক্সান্দ্রিয়া পৌঁছান।

১৩২৬, ১৭ নভেম্বর: ইবন বতুতা আরব উপসাগর হয়ে ইরাকগামী এক কাফেলার সাথে যোগ দেন। এই কাফেলা তাকে নাজাফ শহর পর্যন্ত নিয়ে যায় যেখানে হযরত আলি (রা.) এর মাজার রয়েছে।

১৩২৭ জুন: মাসে বাগদাদ পৌঁছান। সেখানে তিনি শেষ মোঙ্গল সম্রাট আবু সাইদের সাথে দেখা করেন।

১৩৩০: ইবন বতুতা পরবর্তী তিন বছরের জন্য মক্কায় অবস্থান করে হজ্জ করেন।

১৩২৯ - ১৩৩১: এর মধ্যবর্তী কোনো সময়ে তিনি তা'ইহ থেকে রওনা হয় এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ বন্দর এডেনে আসেন। এডেন বন্দর থেকে জাহাজে চারদিনের যাত্রা করে তিনি সোমালিয়ার তীরবর্তী জায়লা শহরে পৌঁছান। জায়লা থেকে পনেরো দিনের যাত্রা করে অবশেষে ম্যাকদ্যাশ’অ (মোগাদিশু) পৌঁছান।

১৩৩২: তিনি কনস্তানটিনোপল (বর্তমান তুরস্ক) পৌঁছান। সেখান থেকে ব্যবসায়ীরা সচরাচর ভারতের উদ্দেশ্যে ব্যবসা করতে যেত।

১৩৩৩, ১২ই সেপ্টেম্বর: পাঞ্জাবে পৌঁছান ইবনে বতুতা। ভারতে এসে ইবনে বতুতা প্রায় সাত বছর অবস্থান করেন। এখানকার সুলতানদের উদারতা তাকে মুগ্ধ করে। এরপর তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন।

১৩৪৫: তিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছান। ১ মাস পর তিনি সিলেট পৌঁছান এবং হজরত শাহ জালাল (রহঃ) এর সাথে দেখা করেন। এর পর তিনি জাহাজ যোগে সোয়াহিলি উপকূল এবং মম্বাসা দ্বিপ ভ্রমণ করেন।

১৩৪৫: এই বছরের শেষের এর দিকে তিনি চিনের কুয়ানজু প্রদেশে পৌঁছান। সেখানে স্থানীয় মুসলমানরা তাকে সাদর সম্ভাষণ জানান।

১৩৪৬: তিনি পুনরায় মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন।

১৩৪৮: তিনি সিরিয়ার দামেস্কাসে পৌছান। তখন সিরিয়া এবং গাজায় কালা জ্বরের মহামারী ছড়িয়ে পরেছে।

১৩৪৮, ১৬ নভেম্বর: তিনি মক্কা পৌছান। সেখানে হজ্জ্ব সেরে তিনি তার নিজ দেশ তাঞ্জিয়ার পৌছান। তাঞ্জিয়ার পৌছে তিনি দেখতে পান যে তার মা ও পরলোক গমন করেছেন।

১৩৫৪: জন্মভুমি মরক্কতে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি তাঁর ভ্রমণ কাহিনি লেখা শুরু করেন।

১৩৬৮: মরক্কোর মারকেশে ইন্তেকাল করেন এই বিখ্যাত পরিব্রাজক।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://roar.media/bangla/main/biography/ibn-batuta-biography, https://www.flightexpert.com/blog/ibn-battuta

এবি/এসজে

 

 

 

২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।