• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কার্ল মার্ক্স

কার্ল মার্ক্স

ফিচার ডেস্ক

আধুনিক পুঁজিবাদের এক কট্টর সমালোচক কার্ল মার্ক্স। পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর মধ্যকার শ্রেণী বৈষম্যের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। পৃথিবীর অর্ধেকের বেশি সম্পত্তি মাত্র এক শতাংশ পুঁজিপতিদের দখলে থাকার নির্মম সত্য উঠে এসেছে তার লেখায়। সমাজ, অর্থনীতি, ও রাজনীতিসংক্রান্ত মার্ক্সের তত্ত্বসমূহ মার্ক্সবাদ নামে পরিচিত। মার্ক্সের ইতিহাস দর্শন ঐতিহাসিক বস্তুবাদ বলে পরিচিত।

১৮১৮: কার্ল মার্ক্স জার্মানির ট্রিয়র শহরে জন্মগ্রহণ করেন।

১৮৪১: তিনি ইউনিভারসিটি অফ জেনা থেকে পি.এইড.ডি ডিগ্রী লাভ করেন।

১৮৪২:‘রাইন অঞ্চলের সংবাদ পত্র’ নামক পত্রিকায় সম্পাদক নিযুক্ত হন।

১৮৪৩: মার্ক্স তার প্রেমিকা জেনি ভন ভেস্তফানেলকে বিয়ে করেন।

১৮৪৩: অক্টোবর মাসের শেষের দিকে মার্ক্স প্যারিসে আসেন।

১৮৪৫: প্রাশিয়ার সরকারের ষড়যন্ত্রে তিনি প্যারিস থেকে পরিবার সমেত বিতাড়িত হন এবং ব্রাসেলস-এ যেতে বাধ্য হন।

১৮৪৭: মার্ক্স কম্যুনিস্ট লিগে যোগ দেন এবং সেই বছরই রচনা করেন শ্রমিক শ্রেণীর অমোঘ হাতিয়ার ‘The Communist Manifesto’।

১৮৪৮: ইউরোপ জুড়ে প্রচুর বিপ্লব সংঘটিত হয়। মার্ক্সকে বন্দী করা হয় এবং পরবর্তীতে বেলজিয়াম থেকে বহিষ্কার করা হয়। মার্ক্সকে প্যারিসে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। এ সময় প্যারিসে জুন ডেইস আপরাইজিং নামে পরিচিত বিপ্লবটি সংঘটিত হয় যা মার্ক্স প্রত্যক্ষ করেন।

১৮৪৯: মে মাসে কার্ল মার্ক্স লন্ডনে যান এবং ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন।

১৮৫১: নিউ ইয়র্ক ট্রিবিউন-এর স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন, এতে তার জীবিকা অর্জনেও সুবিধা হয়।

১৮৫৫: মার্ক্স পরিবারের সন্তান এডগার যক্ষ্ণায় আক্রান্ত হয়ে মারা যায়। এসব কারণে কয়েক বছর রাজনৈতিক অর্থনীতির কাজ বেশ ধীরগতিতে চলে।

১৮৫৭: ৮০০ পৃষ্ঠার একটি পাণ্ডুলিপির কাজ শেষ করেন। এই ৮০০পৃষ্ঠায় মূলধন, ল্যান্ডেড প্রোপার্টি, মজুরি শ্রম, রাষ্ট্র, বৈদেশিক বাণিজ্য এবং বিশ্ব বাজার বিষয়গুলো স্থান পায়।

১৯৪১: এই পাণ্ডুলিপিটি Grundrisse der Kritik der Politischen Ökonomie (রাজনৈতিক অর্থনীতির সমালোচনার সাধারণ পরিচিতি) নামে প্রকাশিত হয়।

১৮৫৯: কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি প্রকাশ করেন যা তার অর্থনীতি বিষয়ক পরিপক্ব প্রকাশনাগুলোর মধ্যে প্রথম হিসেবে বিবেচিত হয়।

১৮৬৪: মার্ক্স মূল জেনারেল কাউন্সিলে নির্বাচিত হন। কাউন্সিলের সদস্য হিসেবে ইন্টারন্যাশনাল-এর প্রথম বার্ষিক সভার প্রস্তুতি গ্রহণ এবং মিখাইল বাকুনিন এর অ্যানার্কিস্ট দলের সাথে অন্তর্ঘাতী বিরোধে নেতৃত্ব দানের দায়িত্ব তার উপরই পড়ে। এই বিরোধে তিনি জয়ী হন।

১৮৮৩, ১৪ই মার্চ: কার্ল মার্ক্স মৃত্যুবরণ করেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://roar.media/bangla/main/biography/karl-marx-and-his-theories


এবি/এসজে

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৫পিএম, ঢাকা-বাংলাদেশ।