• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ক্যারোলাস লিনিয়াস

ক্যারোলাস লিনিয়াস

ফিচার ডেস্ক

ক্যারোলাস লিনিয়াস একজন সুইডিশ বিজ্ঞানী ও চিকিৎসক। তিনি কার্ল লিনিয়াস নামেও পরিচিত। লিনিয়াসই প্রথম জীবজগৎকে উদ্ভিদ ও প্রাণিকুলে শ্রেণিবিন্যাস করেন। তাই তাঁকে জীবজগৎ শৃঙ্খলাবদ্ধ করার প্রথম প্রবক্তা মনে করা হয়। উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানে অবদানের পাশাপাশি আধুনিক দ্বিপদী নামকরণেও বিশেষ ভূমিকা রাখেন তিনি। তিনি যেসব উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদী নাম রেখেছেন, সেগুলোর শেষে তাঁর নামের প্রথম অক্ষরটি (L) থাকে।

১৭০৭: লিনিয়াসের জন্ম সুইডেনের স্মেলেন প্রদেশের র‌্যাশাল গ্রামে।

১৭৩০: ইউপসালা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন।

১৭৩২: তিনি উদ্ভিদ গবেষণা করার জন্য ল্যাপল্যান্ডে যান। তাঁর এই অভিযানটি ইউপসালা বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনুদান থেকে অর্থায়িত হয়েছিল।

১৭৩৪: কার্ল দালার্নায় ভ্রমণ করেন।

১৭৩৫: তিনি ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য নেদারল্যান্ডসে যান। তিনি মাত্র দুই সপ্তাহের মধ্যে ডক্টরেট অর্জন করেছিলেন।

১৭৩৫ - ১৭৩৮: পর্যন্ত বিদেশে ছিলেন এবং এ সময়ই নেদারল্যান্ড থেকে তার Systema Naturae গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

১৭৪০: বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস করার জন্য তাকে সুইডেনের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল।

১৭৫০ - ১৭ ৬০: তিনি এই শ্রেণীবিন্যাস চালিয়ে যান এবং ভলিউম ভলিউম বই প্রকাশ করেন।

১৭৭৮, ১০ জানুয়ারী: কার্ল লিনিয়াস মারা যান। কবরের নামফলকে শেষ ইচ্ছানুসারে লিনিয়াসের নামের পাশে হোমো স্যাপিয়েন্স শব্দটি যুক্ত করা হয়।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://bn.socmedarch.org/about-carolus-linnaeus-1224834-5149

এবি/এসজে

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।