• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায়

ফিচার ডেস্ক

সুনীল গঙ্গোপাধ্যায় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। নীললোহিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তার উল্লেখযোগ্য উপন্যাস পূর্ব-পশ্চিম, সেই সময়, প্রথম আলো ইত্যাদি। তার বেশ কছু উপন্যাসের কাহিনী নিয়ে সিনেমা রয়েছে।

১৯৩৪, ৭ সেপ্টেম্বর: সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাদারীপুর জেলায়,কালকিনি থানার মাইজপাড়া গ্রামে। তবে ৪ বছর বয়সে চলে পাড়ি জমান কলকাতায়।

১৯৫৪: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

১৯৫৩: তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন।

১৯৫৮: তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন প্রকাশিত হয়।

১৯৬৬: প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়।

১৯৬৭, ২২ ফেব্রুয়ারি: তিনি স্বাতী ব্যানার্জীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১৯৭২ - ১৯৮৯: সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দ পুরস্কার পান।

১৯৮৫: একাডেমী পুরস্কারে ভূষিত হন তিনি।

২০০২: সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা শহরে শেরিফ নির্বাচিত হয়েছিলেন

২০০৩, ৪ এপ্রিল: সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার ‘গণদর্পণ’-কে সস্ত্রীক মরণোত্তর দেহ দান করে যান।

২০১২: মৃত্যুর পূর্বপর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমী ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর একাডেমীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

২০১২, ২৩ অক্টোবর: তারিখে হৃদ্‌যন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন।

২০১২, ২৫ অক্টোবর: পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, https://sobbanglay.com/sob/sunil-gangopadhyay/

এবি/এসজে

 

১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬এএম, ঢাকা-বাংলাদেশ।