• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফিদেল কাস্ত্রো

ফিদেল কাস্ত্রো

ফিচার ডেস্ক

ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ যিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে পরিচিত। তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। প্রায় অর্ধ শতাব্দী ধরে কিউবার শাসন ক্ষমতায় ছিলেন ফিদেল কাস্ত্রো। সারা বিশ্বে যখন কমিউনিস্ট সরকারগুলো ধসে পড়ছে ঠিক তখন কমিউনিস্ট ব্যবস্থার বৃহত্তম শত্রু বলে পরিচিত আমেরিকার দোরগোড়াতেই সমাজতন্ত্রের ধ্বজা তুলে ধরে রেখেছিলেন মি. কাস্ত্রো। তার সমর্থকেরা তাকে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে দেখতেন, যিনি জনগণের কাছে কিউবাকে ফেরত দিয়েছিলেন। তবে বিরোধীদের প্রতি চরম দমন-পীড়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

১৯২৬, ১৩ই অগাস্ট: ক্যারিবিয়ানের ছোট দ্বীপ কিউবায় জন্ম হয় ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুৎজের।

১৯৪০: হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন পড়বার সময়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন।

১৯৪৭: তিনি নবগঠিত কিউবান পিপলস পার্টিতে যোগদান করেন এবং পার্টিকে সংগঠিত করার ব্যাপারে বিপ্লবী ভূমিকা গ্রহণ করেছিলেন।

১৯৪৮: কিউবার ধনী এক রাজনীতিবিদের কন্যা মার্টা ডিয়াজ বালার্টকে বিয়ে করেন মি. কাস্ত্রো।

১৯৫৩: জুলাই মাসে সশস্ত্র বিপ্লবের জন্য অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সান্টিয়াগোর কাছে মোনাকাডা সেনা ছাউনিতে একটি আক্রমণের পরিকল্পনা করেন কাস্ত্রো।

১৯৫৩: অস্ত্র লুটের প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অজুহাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং ওই বছরই তার বিচার শুরু হয়।

১৯৫৫, মে: সাধারণ ক্ষমার মাধ্যমে জেল থেকে ছাড়া পান কাস্ত্রো।

১৯৫৬ নভেম্বরে: ১২ জন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ইঞ্জিন নৌকায় ৮১ জন সশস্ত্র সঙ্গীকে নিয়ে কিউবায় ফিরে আসেন ফিদেল কাস্ত্রো।

১৯৫৯ : ৩৩ বছর বয়েসে কিউবার তখনকার শাসক বাস্তিতাকে উৎখাত করে কাস্ত্রো পাঁচ দশক ধরে ক্ষমতায় ছিলেন, পার করেছেন ১০ জন আমেরিকান প্রেসিডেন্টের শাসনকাল।

১৯৬০: কিউবাতে থাকা সকল মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত খাতে নিয়ে নেয়া হয়।

১৯৬১: মার্কিন সমর্থিত বে অব পিগস অভিযানকে পরাজিত করতে পারাটা ছিল কাস্ত্রোর আরেকটি বিরাট অর্জন।

১৯৬৫: তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রধান হন এবং কিউবাকে একদলীয় সমাজতান্ত্রিক দেশ হিসেবে রূপ দেন।

১৯৭৬: তিনি রাষ্ট্র ও মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি কিউবার সর্বোচ্চ সামরিক পদ Comandante en Jefe ("Commander in Chief") এও আসীন হন।

১৯৮৮: কাস্ত্রো এমনভাবে সামরিক পরিকল্পনা করেছিলেন - যাতে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয়, তারা এ্যাংগোলা থেকে সৈন্য প্রত্যাহার করে এবং নামিবিয়া স্বাধীন হয়।

২০০৮, ১৯ ফেব্রুয়ারি: একটানা দীর্ঘ পাঁচ দশক কিউবা শাসন করার পর তিনি আনুষ্ঠানিকভাবে কিউবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

২০১৬, ২৫ই নভেম্বর: এই মহান বিপ্লবী হাভানায় মৃত্যুবরণ করেন।

 

তথ্যসূত্র: উইকিপিডিয়া, যুগান্তর

এবি/এসজে

 

 

 

 

 

 

১৫ আগস্ট ২০২১, ০৯:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।