‘দয়া সে যত ক্ষুদ্রই হোক, বিফলে যায় না’
০১:২৮পিএম, ০২ জুন ২০২২, বৃহস্পতিবার
সৃষ্টির প্রতি সৃষ্টার ‘দয়া’ পরম প্রাপ্তি। পরম দয়ার কারণেই সৃষ্টিকূলের প্রতি সৃষ্টার বিশেষ মনোযোগ নিবদ্ধ থাকে। কাজেই পরম গুণ ‘দয়া’ স্বয়ং সৃষ্টার গুণ। মানবজাতি ও প্রাণীকুলের মাঝেও এই গুণ পরিলক্ষিত হয়। দয়াপরবশ হয়ে কোনো কাজ করলে সেই কাজের ইতিবাচক প্রতিদান মিলবেই। যে ব্যক্তি যতবেশি দয়াবান, তিনি ততবেশি সম্মানিত। ‘দয়া’ মানুষকে বিশেষ রূপে মর্যাদাবান করে।
বিস্তারিত